ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য ব্যতিরেকে এহেন স্পর্শকাতর সিদ্ধান্ত কোনভাবেই সমীচীন নয়। যা বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ইসলামিক ফ্ররন্টর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, জাতিসংঘ বা পশ্চিমাদের চাপের কারণে বাংলাদেশ কর্তৃক কোনো করিডোর চালু করা হলে, এটি অবৈধ অস্ত্র ও মাদক পাচারের রুট হয় কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। ইসলামিক ফ্রন্ট, চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বুধবার চেরাগি মোড়স্থ সালমা ভবন ২য় তলায় ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন ও অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। বক্তব্য দেন, দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইন, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা ইলিয়াছ খান ইমু, মাওলানা ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, ডা. হাসমত আলী তাহেরী, ইলিয়াছ খান ইমু, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, কফিল উদ্দীন রানা, মাওলানা আবদুল মালেক আশরাফী, রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফোরকান, মামুনুর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।