পঞ্চাশ বছর আগে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলারা দক্ষিণ ভিয়েতনামের যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীকে পরাজিত করে পুরো দেশের ক্ষমতা কব্জা করেছিল। গতকাল বুধবার রক্তক্ষয়ী সেই বিজয়ের অর্ধশতবর্ষ উদযাপন করছে লাখো ভিয়েতনামি। সরকারিভাবে গতকালের উদযাপনের পর্দা নামে হো চি মিন সিটিতে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের মাধ্যমে, যাতে অংশ নেয় হাজারো সেনা। রাশিয়ার বানানো যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে হয় এয়ার শো, এ সময় লাল পতাকা নাড়াতে নাড়াতে ভিয়েতনামিরা গায় দেশপ্রেমের গান। খবর বিডিনিউজের।
১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্টশাসিত উত্তর ভিয়েতনাম যুক্তরাষ্ট্র–সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সায়গন দখলে নিয়েছিল, স্বাধীনতা সংগ্রামী ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কিংবদন্তি নেতা হো চি মিনের নামে পরে শহরটির নাম বদলে রাখা হয় হো চি মিন সিটি। এটা ছিল বিশ্বাসের বিজয়, ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, গতকাল যুদ্ধজয়ের ৫০ বছরপূর্তিতে শাসকদল কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান তো লাম এমনটাই বলেছেন। লাম গত বছর কিছুদিন ভিয়েতনামের প্রেসিডেন্টও ছিলেন। যুক্তরাষ্ট্রকে হারানোর ৫০ বছর উদযাপনে তিনি হো চি মিনের অন্যতম অনুপ্রেরণাদায়ী বাণীও উদ্ধৃত করেন, ভিয়েতনাম এক, ভিয়েতনামের জনগণ এক।