আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের বোর্ড এ মর্মে সমঝোতায় পৌঁছেছে, তিন ওয়ানডের পরিবর্তে তারা বাড়তি দুটি টি–টোয়েন্টি খেলবে। অর্থাৎ ওয়ানডে সিরিজ বাতিল। তিন ম্যাচের পরিবর্তে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ–পাকিস্তান। ফরম্যাট নিয়ে কথাবার্তা পাকাপাকি হলেও সূচি ঘোষণা করা হয়নি। গতকাল বুধবার আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষণা অনুসারে ২৫ মে শুরু হয়ে এ সিরিজ শেষ হবে ৩ জুন। পাঁচ ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে পাকিস্তানের দুটি স্টেডিয়াম– ফয়সালাবাদ ও লাহোরে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম সিরিজের প্রথম ও দ্বিতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৭ মে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে, ১ ও ৩ জুন। সবগুলো ম্যাচ স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশ দল ২১ মে পাকিস্তান পৌঁছাবে এবং ২২ থেকে ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে।