হাটহাজারী উপজেলার মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির এক সভা গত ২৫ এপ্রিল সন্ধ্যায় মুহুরীহাট বাজারস্থ ক্লাবের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এইচ সাহেদ, সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উদ্দীন, অর্থ সম্পাদক ব্যাংকার মো. সালাহউদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. মোস্তাফিজ রহমান, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মো. করিমসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সভায় চলমান এস.এস.সি পরীক্ষার পরপর মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ছৈয়দ ফরিদ উদ্দীন আহমেদের পিতা মরহুম সৈয়দ মসউদ্দৌল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নামকরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত সাবেক সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুমের তাঁর নানার নামে ফুটবল টুর্নামেন্ট নিজে পৃষ্ঠপোষকতা করবেন বলে নিশ্চিত করেন। উক্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজমানি ২৫,০০০ টাকা। সে সাথে দেওয়া হবে ট্রফি। রানার্স আপ প্রাইজ মানি ১৫,০০০ টাকা। সুশৃঙ্খল দল পাবে ট্রফি। প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার, সেরা গোলদাতা, সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষকসহ অন্যান্য পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এন্ট্রি ফি ৭০০০ টাকা নির্ধারণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।