রাঙ্গুনিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ আজ বৃহস্পতিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ আজ বৃহষ্পতিবার বিকাল ৩ টায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া একাদশ বনাম রাঙ্গুনিয়া প্রেস ক্লাব একাদশ। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। এতে উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, ক্রীড়া সংস্থা’র সদস্যবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্বসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। খেলার মিডিয়া পার্টনার পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উন্মুক্ত বাছাই ৫ মে