‘নারী উদ্যোক্তাদের মাঝে অর্থনৈতিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করবে’

চিটাগাং উইম্যান চেম্বার ও লাহোর উইম্যান চেম্বারর মতবিনিময়

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা সুলতানার সাথে লাহোর উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. শাহেলা জাবেদ আকরাম গতকাল বুধবার উইম্যান চেম্বার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিন হন। চিটাগাং উইম্যান প্রেসিডেন্ট বলেন, চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শসেবা, নারী উদ্যোক্তাদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন, দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে আসছে চিটাগাং উইম্যান চেম্বার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সাক্ষাৎ দুই দেশের নারী উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করবে। ভবিষ্যতে এসএমই এঙপোতে লাহোর উইম্যান চেম্বারেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। লাহোর উইম্যান চেম্বার প্রেসিডেন্ট ড. শাহেলা জাবেদ আকরাম বলেন, নারীরা কাজ করলেও তাদের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের প্রবেশের সুযোগ সীমিত হওয়ায় নারীদের ব্যবসায়িক উন্নয়নের জন্য পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায়িক অনুশীলন প্রচার, আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের সুযোগ এবং স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাকিস্তানের উইম্যান চেম্বার। এরই প্রেক্ষাপটে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি চিটাগাং উইম্যান চেম্বার কার্যক্রম তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান ও শামীম মোর্শেদ, পরিচালক বেবী হাসান, নাসরিন সুলতানা চৌধুরী, চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও রাহানুমা মরিয়ম তুলি। প্রেস বিজ্ঞপ্তি। 

পূর্ববর্তী নিবন্ধছনুয়ায় সাগর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআচার্য্য সমিতির সংবর্ধনা সভা