বিচিত্রা সেনের গল্পে বৈচিত্র্য আছে, গল্প বলার শৈলীও সুন্দর

‘বুভুক্ষু বিষাদ’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

বুভুক্ষু বিষাদ’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বিচিত্রা সেন এক মেধাবী কথাসাহিত্যিক। ‘বুভুক্ষু বিষাদ’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পেই একজন সুদক্ষ কথাশিল্পীর ছাপ সুস্পষ্ট। গল্পকার তার গল্পগুলোয় সমসাময়িক সামাজিক সমস্যা, প্রেম, বিরহ, প্রতারণা, নতুন প্রজন্মের অবক্ষয়সহ নানা অনুষঙ্গ সুনিপুণভাবে তুলে আনার চেষ্টা করেছেন। বিচিত্রা সেন আমাদের বর্তমান সমাজব্যবস্থা, সাহিত্যচর্চার দুর্দশার কথা বলেছেন তাঁর গল্পে। গল্পের চরিত্রের কণ্ঠস্বর খুবই স্পষ্ট। গল্প বলার শৈলী ও ভাষাভঙ্গি খুবই সুন্দর। তাঁর গল্প বৈচিত্র্য আছে।

গত ২৯ এপ্রিল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সভাপতিত্বে রাদিয়া প্রকাশন আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। কবি সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় আলোচক ছিলেন অধ্যাপক সনজীব বড়ুয়া, অধ্যাপক রুহু রুহেল ও অধ্যাপক গোফরান উদ্দীন টিটু। লেখক পরিচিতি তুলে ধরেন নাজনীন আমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবউদ্দীন হাসান বাবু, কথাসাহিত্যিক নাসের রহমান, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অমিত বড়ুয়া, আজিজ রাহমান, জিন্নাহ চৌধুরী, আইভী হাসান, শর্মিলা চৌধুরী, রোকসানা বন্যা, সুলতানা নুরজাহান রোজী, তসলিমা খান রোজী, লিপি বড়ুয়া, সোহেল মাহরুফ, নাটু বিকাশ বড়ুয়া, এম কামাল উদ্দিন, নাহিদা আক্তার, বিমুগ্ধা বিশ্বাস, সায়ন্তন বিশ্বাস, হাসনাহেনা চৌধুরী, স্বপন কুমার ঘোষ, ফয়জুননেসা, আসিফ ইকবাল, রুখসানা কবীর, নোফিসা ইসলাম কলি, টুম্পা, নার্গিস, শামসুদ্দোহা শওগাত, ফারহানা হক, প্রতিমা দাশ, অজয় সেন চৌধুরী, শিবেশ দাশ, চন্দন কুমার চৌধুরী, মেহেরুননেসা চম্পা, সিমলা চৌধুরী, মাঈন পারভেজ, মোহাম্মদ জামাল, তাজনীন লিনা, আরিফ রায়হান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুহাম্মদ আলীশাহ্‌ সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে অধ্যাপক নছরুল কদিরের যোগ দান
পরবর্তী নিবন্ধসভ্য দেশ গড়তে নাগরিক দায়িত্বকে শিক্ষার আওতায় আনতে হবে