নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, নতুন বাংলাদেশে জামায়াত বিভেদের নয়, বরং ঐক্যের স্বপ্ন দেখে –যেখানে শ্রমিক, মালিক ও সাধারণ মানুষ সবাই একত্র হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। গতকাল মঙ্গলবার নগরের লালখান বাজারে গণসংযোগ ও দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর আবু রাশেদ। বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, নায়েবে আমীর আলী হায়দার এবং কামরুল হুদা। প্রেস বিজ্ঞপ্তি।