রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ফাউন্ডারস্‌ স্টুডেন্ট স্কলারশিপ, মৌলভী মোহাম্মদ ইব্রাহিম স্টুডেন্ট স্কলারশিপ এবং কুতুবুল আলম শাহছুফি মাওলানা মীর মোহাম্মদ আখতর (🙂 টীচার স্কলারশিপের পুরস্কার বিতরণ গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর সুমঙ্গল মুৎসুদ্দি। প্রধান অতিথি ছিলেন স্কলারশিপ বৃত্তির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মো. নুরুল হক, প্রফেসর মুজিবুর রহমান, প্রফেসর সরোজ কান্তি বিশ্বাস, প্রফেসর মেঘনাত সাহা, মো. শামসুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, সভাপতি এডভোকেট আবদুল কুদ্দুস মানিক, অভিভাবক প্রতিনিধি গাজী মো. সাদেক, ফরিদা ইয়াছমিন প্রমুখ।

সঞ্চালনা করেন শিক্ষ আবু সায়েম। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধগোয়ালপাড়ায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধজামায়াত বিভেদ নয়, ঐক্যের স্বপ্ন দেখে : শামসুজ্জামান হেলালী