গোয়ালপাড়ায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি সাত রাস্তার মোড় এলাকার গোয়ালপাড়া থেকে ১৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. রবিউল আউয়াল প্রকাশ আউয়াল, নিজাম উদ্দিন, মো. শামীম ও ড্রাইভার মো. রুবেল প্রকাশ সালাউদ্দিন। গত মঙ্গলবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার এসআই ইমাম হোসেন।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান