নগরীর সিআরবি সাত রাস্তার মোড় এলাকার গোয়ালপাড়া থেকে ১৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. রবিউল আউয়াল প্রকাশ আউয়াল, নিজাম উদ্দিন, মো. শামীম ও ড্রাইভার মো. রুবেল প্রকাশ সালাউদ্দিন। গত মঙ্গলবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার এসআই ইমাম হোসেন।