বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের বাবা হাফেজ মো. আবুল বাশার গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এম মিজবাউর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অন্য কোনো থানায় মামলা হয়েছে কি না তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছে।
মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন– সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন–অর–রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। খবর বিডিনিউজের।
মামলার বাদী আবুল বাশার বলেন, আব্দুন নূর ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান নিউজ নামের একটি পত্রিকার সাংবাদিক ছিলেন। আন্দোলনের সময় ১ আগস্ট তিনি ঢাকায় আসেন এবং যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলিতে মারা যান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫ আগস্ট দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র–জনতার আন্দোলনে আব্দুন নূরও ছিলেন। আন্দোলনকারীদের ওপর পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালালে মাথায় গুলি লাগে আব্দুন নূরের। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।