নসরুল হামিদ বিপুর ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

ঢাকার গুলশানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে জমি জব্দের আবেদন করেন। গুলশানের ওই জমির মূল্য ‘২০০ কোটি’ টাকার কথা বলছে দুদক। আবেদনে বলা হয়, নসরুল হামিদ বিপুর নামে অর্জিত স্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। তদন্তের স্বার্থে এসব স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক। খবর বিডিনিউজের।

গত ২০ এপ্রিল নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি জব্দের আদেশ দেয় আদালত। সেইসঙ্গে তার ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়, যেসব অ্যাকাউন্টে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে বলে দুদকের ভাষ্য।

জব্দ করা ফ্ল্যাটটি রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে, আর অ্যাপার্টমেন্ট তিনটি বনানীর পিপি টাওয়ারে। এসব স্থাপনার দাম ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। এছাড়া গাড়ি তিনটির দাম ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা ধরা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩০ টি ঘর হস্তান্তর