কুকুরের উৎপাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বিভিন্ন এয়ারলাইন্সের পাইলটগণ বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি লিখে সহায়তা চেয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কুকুরের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিমানবন্দরের এপ্রোন এবং রানওয়ে সংলগ্ন এরিয়াতে প্রচুর কুকুর চলাচল করে।
এতে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিমানবন্দরের নিরাপদ ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের জন্য জরুরি ভিত্তিতে কুকুরের উৎপাত বন্ধ করার জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সহায়তা চেয়ে সমপ্রতি চিঠি পাঠিয়েছেন। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম কুকুরের উৎপাত দমাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তা চাওয়ার কথা স্বীকার করেছেন।