সন্ত্রাসী ছোট সাজ্জাদের আরো দুই সহযোগী গ্রেফতার

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৩:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের দুই সহযোগী মোঃ ফারুক আজম প্রকাশ আকাশ (৩২) ও দুই মামলার আসামি মোঃ জাহিদুল আলম নয়ন (২৫)কে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

তিনি বলেন, কোন সন্ত্রাসী বায়েজিদ থানা এলাকায় স্থান পাবে না আমি আগেই ঘোষণা করেছি। তারই ধারাবাহিকতায় অভিযান অব্যাহত রয়েছে। একে একে মাদক ও সন্ত্রাস বিরোধী চলমান রয়েছে। অনেক সন্ত্রাসীকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাই, ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকদিন এই আসামিরা পলাতক ছিল। অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

থানা সূত্রে আরো জানা যায়, বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে অভিযান পরিচালনা

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হাজত থেকে পালানো ১ আসামি খুলশীতে গ্রেফতার
পরবর্তী নিবন্ধজুলধা বিদ্যুৎকেন্দ্রের দূষণের প্রতিবাদে কর্ণফুলীতে এলাকাবাসীর মানববন্ধন