বাড়ির দেয়াল ভেঙে সিমেন্টের ট্রাক ঘরে, অল্পের জন্য বেঁচে গেল পুরো পরিবার

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে গেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে পুরো পরিবার।

বুধবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় হেয়াকো গহিরা সড়কের কাজিরহাট বাজারের ৫০০ মিটার দক্ষিণে বণিকপাড়ার সামনে এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া পরিবারের সদস্যরা হলেন- জয়দেব (২৫), মুন্নী (২০), কেয়া (২২) ও দেড় বছর বয়সী অঙ্কিত কন্যা।

বাড়ির মালিক বাবুল ধর জানান, তার পরিবারের সদস্যরা গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক বাবুল ধরের পুত্রবধূ কেয়ার ঘরে ঢুকে যায়। এতে ঘুমিয়ে থাকা কেয়ার সন্তান অঙ্কিত একটুর জন্য প্রাণে বেঁচে যায়। এ সময় বাবুল ধরের ছোট ছেলে জয়দেব ও তার স্ত্রী মুন্নী আহত হয়।

থানা সুত্রে জানা যায়- ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে আসা নারায়ণহাটমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক বণিকপাড়ার বাবুল ধরের বাড়ির দেয়াল ভেঙে ঢুকে যায়। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১৪টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ