চট্টগ্রামে ১৪টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বারসহ ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডী বসুধা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

গ্রেপ্তারকৃত আসামি নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। হাটহাজারী উত্তর মাদার্সা এলাকার মৃত জহির আহমেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা দিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, ১৪টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দশ লক্ষ গাছ রোপণ করা হবে
পরবর্তী নিবন্ধবাড়ির দেয়াল ভেঙে সিমেন্টের ট্রাক ঘরে, অল্পের জন্য বেঁচে গেল পুরো পরিবার