সিএসসিআর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের ল্যাবরেটরিতে জাপানের বিখ্যাত কোবাস (Cobas) কোম্পানীর Pure Integrated Solution নামের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত মেশিন সংযোজিত হয়েছে। এ মেশিনের মাধ্যমে একই সঙ্গে ঘন্টায় চারশত বায়োকেমিস্ট্রি এবং একশত বিশ হরমোন পরীক্ষা করা যায়। উল্লেখ্য এ ধরনের অত্যাধুনিক মেশিনের সংযোজন চট্টগ্রামে এই প্রথম।
মেশিনটির সংযোজন উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সিএসসিআরের চেয়ারম্যান অধ্যাপক মুলকুতুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ একরামুল হক, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আহমেদ, অধ্যাপক এস.এম.তারিক, অধ্যাপক আবদুল কাদের, ডাঃ মোরসেদুল করিম চৌধুরী, কোবাস এর বাংলাদেশের প্রতিনিধি ও পরিবেশক বায়োটেক সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক রমজান আলী এবং মহাব্যবস্থাপক শহিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।