ক্লাস বর্জন করে চট্টগ্রাম পলিটেকনিকের মূল ফটকে শিক্ষার্থীদের তালা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

ছয় দফা দাবিতে গত কয়েকদির ধরেই আন্দোলন করে যাচ্ছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ আন্দোলনে সারাদেশে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ছয় দফা দাবি মেনে নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। এই ক্যাম্পাস ছেড়ে আমরা যাব না। আমরা আর কোনো আশ্বাস শুনতে চাই না। আমরা দাবি মেনে নেয়ার সুনির্দিষ্ট ঘোষণা চাই। না হলে আমাদের আন্দোলন কোটাবিরোধী আন্দোলনের চেয়েও কঠোর হবে।

জানা গেছে, শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সকাল থেকে ক্লাসপরীক্ষাসহ কোনো কার্যক্রম হয়নি। তবে শিক্ষক, কর্মকর্তাকর্মচারীরা অফিসে উপস্থিত আছেন। মূল ফটকে তালা দেয়ায় তারা ইনস্টিটিউটের ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছেন। ছয় দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে পলিটেকনিকের শিক্ষার্থীরা এপ্রিলের শুরু থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। এ অবস্থায় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তারা আন্দোলন স্থগিত করে। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

পূর্ববর্তী নিবন্ধআজ মধ্যরাত থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে মাছ শিকার
পরবর্তী নিবন্ধপাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হলেন সাঈদ নোমান