বাথরুমের ঝরনার পাইপে ঝুলছিল গৃহবধূর লাশ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীর বড়উঠানে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জয়নাব বেগম (২৫)। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের জাগির পাড়ায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জয়নাব বেগম স্থানীয় মো. মহিউদ্দিনের স্ত্রী। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। জয়নাবের বাবার বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে।

স্থানীয়দের কথা বলে জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে বাথরুমে ঝরনার পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় জয়নাবের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, ভিতর থেকে বাথরুমের দরজা আটকানো ছিল। পরিবারের সদস্যরা দরজা হুক ভেঙে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পেয়ে ফাঁড়ির আইসি ও মোবাইল টিম পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাজেটে শিক্ষা গবেষণা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার দাবি
পরবর্তী নিবন্ধ১ মে বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে গাড়ি চলাচল