চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চা রক্ষায় চারুশিল্পীদের সংবাদ সম্মেলন

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ৩:২১ অপরাহ্ণ

গত সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদালয়ে চারুকলা ইনস্টিটিউটের স্থানান্তর বিষয়ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে চারুকলার প্রাক্তণ শিক্ষার্থী, শিল্পী ও সংস্কৃতি কর্মী ও সাংবাদিকদের মাঝে সকলের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক প্রফেসর ভাস্বক অলক রায়। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শহরের সাংস্কৃতিক চর্চার পীঠস্থান, দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে একবারে স্বতন্ত্র অবকাঠামো নিয়ে বিশেষায়িত ভাবে সজ্জ্বিত এই ক্যাম্পাস। কিছু ক্ষুদ্র স্বার্থের অভিলাশি ব্যাক্তির স্বার্থ চরিতার্থের অভিপ্রায়ে চট্টগ্রামের প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চার ধারাবাহিকতা ও অস্তিত্ব বিলীন করার এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। এবং পরিকল্পিতভাবে গুটিকয়েক ছাত্রের তথাকথিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত, পুনরায় বিবেচনায় নিয়ে বাতিল না করলে চট্টগ্রামের সকলস্তরের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই অপচেষ্টা প্রতিহত করার আহবান জানানো হয়। মঞ্চে আরো উপস্থিত ছিলেন শিল্পী ফয়জুল আজিম জেকব, শিল্পী প্রণব দাশ, শিল্পী মোঃ ইউনুস, শিল্পী মঈনুল হোসেন, সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিল্পী জসিম উদ্দিন এবং সভা সঞ্চালনায় ছিলেন শিল্পী বিজন মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিজেএ বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুরকে বার্কিংয়ে অভ্যর্থনা প্রদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইজিবাইক চালকদের সমাবেশে পুলিশের বাধা, বাসদ নেতাসহ আটক ৩