চট্টগ্রামে চকরিয়ার যুবলীগ কর্মী আনিসুল গ্রেপ্তার

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালীতে অভিযান চালিয়ে যুবলীগ কর্মী আনিসুল ইসলাম (৪১) নামে এক যুবলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) রাতে কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী কক্সবাজার জেলার চকরিয়া হারবাং মাষ্টার পাড়া এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, ছাত্র আন্দোলনে কোতোয়ালি থানা এলাকায় সে নাশকতা চালিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিজেএ বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুরকে বার্কিংয়ে অভ্যর্থনা প্রদান