চট্টগ্রামকে হারিয়ে কক্সবাজার ফাইনালে

বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের সাথে কোনভাবেই যেন পেরে উঠছে না একদা শক্তিশালী চট্টগ্রামের ফুটবল। গত ২৬ এপ্রিল কক্সবাজারের মাঠে তাদের কাছেই চট্টগ্রাম হেরে গিয়েছিল বাফুফে আয়োজিত অনূর্ধ্ব১৫ ফুটবল লিগের ফাইনালে। আর গতকাল সোমবার রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে চট্টগ্রাম সেই কক্সবাজারের কাছেই হার মানলো বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ‘ক’ জোনের সেমিফাইনালে। কক্সবাজার টাইব্রেকারে ৪২ গোলে চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বেশ জমজমাট লড়াই করে চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা। শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলতে গিয়ে দু’দলই রাফ খেলার দিকে মনোযোগী হয়। সাবেক ফিফা রেফারী জয়া চাকমা শক্ত হাতে খেলা পরিচালনা করতে গিয়ে তিনজনকে লাল কার্ড দেখান। চট্টগ্রামের মো. রোমান এবং কক্সবাজারের শাহরিয়ার হোসেন রিমন লাল কার্ড দেখলে দু’দলই দশজনের দলে পরিণত হয়। পরে ডাগ আউটে থাকা চট্টগ্রামের ফখরুল ইসলামও লাল কার্ড দেখেন। স্টেডিয়াম ভরা হাজার হাজার দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন খেলার নির্ধারিত সময়ে কেউ গোল করতে পারেনি। চট্টগ্রাম কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে। পাশাপাশি কক্সবাজারও গোলের সুযোগ হারায়। চট্টগ্রামের শিবলুর শূন্যে ভাসানো বলে আনন্দের নেয়া দুর্দান্ত হেড কঙবাজারের গোলরক্ষক সাজিবুল অবিশ্বাস্যভাবে কর্নার করে দলকে বিপদমুক্ত করেন। চট্টগ্রাম বঞ্চিত হয় একটা নিশ্চিত গোল থেকে। নির্ধারিত সময়ের পরে টাইব্রেকারেও চট্টগ্রাম তাদের ব্যর্থতা দেখায়। দুটি শট মিস করে তারা। অন্যদিকে চট্টগ্রামের পেনাল্টি ঠেকিয়ে দেয়াসহ পুরো খেলায় অসাধারণ নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার পান কক্সবাজারের গোলরক্ষক সাজিবুল ইসলাম। তার হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাংগাঠনিক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন। এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিকে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘খ’ জোনের উদ্বোধনী খেলায় গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ১০ গোলে চাঁদপুর জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন তুহিন। এ ভেন্যুর সেমিফাইনালে বিজয়ী দল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে কক্সবাজার জেলার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড গড়া জয়ে সমতা ফেরাল টাইগার যুবারা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিট