রেকর্ড গড়া জয়ে সমতা ফেরাল টাইগার যুবারা

বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ সিরিজ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচে এসেই রেকর্ড গড়া জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাল টাইগার যুবারা। দুর্দান্ত বোলিংয়ে ভিতটা গড়ে দিলেন আল ফাহাদ। একাই ৬ উইকেট নিয়ে অল্পতে গুটিয়ে দিলেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব১৯ দলকে। পরে রান তাড়ায় জ্বলে উঠলেন জাওয়াদ আবরার। তার বিধ্বংসী সেঞ্চুরিতে স্বাগতিকদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। কলম্বোয় গতকাল সোমবার দ্বিতীয় যুব ওয়ানডেতে বাংলাদেশের জয় ৯ উইকেটে। প্রতিপক্ষকে ২১১ রানে থামিয়ে ৯৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামিয়ে ৪৪ রান খরচায় ৬ উইকেট নেন ফাহাদ। যুব ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার তিনি। দলের জয় সঙ্গে নিয়ে ফেরা জাওয়াদ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে করেন ১৩০ রান। এই ওপেনারের ১০৬ বলের ইনিংসটি গড়া ৬টি ছক্কা ও ১৪টি চারের সাহায্যে। ইনিংসটি খেলার পথে চারছক্কা মেরেই ৯২ রান করেন জাওয়াদ, যুব ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা রেকর্ড। আগের সেরা ছিল পিনাক ঘোষের। তিনি করেছিলেন ৯০ রান। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৫ রান করে কালাম সিদ্দিকীকে ফেরান মাথুলান। এরপর লংকান বোলাররা আর কোন সুযোগ পাননি। অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন জাওয়াদ। যুব ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি। আগের রেকর্ড ছিল এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের জুটি। জাওয়াদ মারমুখি থাকলেও আজিজুল হাকিম তামিম ছিলেন ধীর স্থির। ৬৯ রান করেছেন তিনি ৮৯ বলে। মেরেছেন ৫টি চার এবং ৩টি ছক্কা। এর আগে ব্যাট করতে নেমে ৩৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকান যুবারা। ফাহাদের বলে ২৩ রান করে ফিরেন দুলনিত। ৩৯ রান করা মাহাবিতানাকে ফেরান আজিজুল হাকিন। এরপর দ্রুত ফিরেন সেনুজা এবং দিনসারা। পঞ্চম উইকেটে চামিকা এবং দামসিথ মিলে ৫৩ রান যোগ করেন। এ জুটি ভাঙ্গার পর ফাহাদের ঘুর্নির মুখে পড়ে তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে থাকে লংকানদের ব্যাটিং। শেষ পর্যন্ত ২১১ রানে থামে স্বাগতিকরা। দলের পক্ষে হিনাতিগালা ৫১ এবং দামসিথ ৪৭ রান করেন। বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলেল পক্ষে ফাহাদ ৪৪ রানে নেন ৬ উইকেট। ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন ইকবাল। একটি করে উইকেট নিয়েছেন আজিজুল হাকিম এবং সামিউন। এই জয়ের ফলে ৬ ম্যাচের সিরিজটি এখন ১১ এ সমতা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দামুয়া পুকুর থেকে অজ্ঞাত প্রতিবন্ধীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে হারিয়ে কক্সবাজার ফাইনালে