পাঠানটুলী ও আনোয়ারা ফুটবল একাডেমির জয়

মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএমেয়র একাডেমি কাপ(অনূর্ধ্ব১৩) ফুটবল টুর্নামেন্টে গতকাল সোমবার ‘জি’ গ্রুপের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত এসব খেলায় পাঠানটুলি ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমি জয়লাভ করেছে। বিকাল ৩টায় অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পাঠানটুলি ফুটবল একাডেমি ৫১ গোলের বড় ব্যবধানে সন্ধান ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোদাশ্বির উদ্দিন নাবিল একাই ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করে। এছাড়া মো. নাজউল্ল্যাহ এবং সুজয় বড়ুয়া প্রত্যেকে ১টি করে গোল দেয়। সন্ধান ফুটবল একাডেমির পক্ষে বেলাল হোসেন জনি ১টি গোল করে। মোদাশ্বির উদ্দিন নাবিলের হাতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার দেন মাঠের লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফারুক। একই ভেন্যুতে বিকাল ৪টায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি ৩০ গোলে ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা রবিউল হাসান ২টি এবং নিয়াজুল করিম ১টি। রবিউল হাসানের হাতে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার তুলে দেন চিত্রনায়ক ওমর সানি। আজ টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে আবদুস সোবহান ফুটবল দলফরিদ ফুটবল একাডেমি (সকাল৯টা), রামপুর ফুটবল একাডেমিপটিয়া ফুটবল একাডেমি (সকাল১০টা), কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিব্রাদার্স ফুটবল একাডেমি (বিকাল৩টা),সন্দ্বীপ ফুটবল একাডেমিফিউচার ফুটবল একাডেমি (বিকাল৪টা)

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিদায়ী সম্মাননা পেলেন অস্ট্রেলিয়ান ম্যাচ রেফারি ডেভিড বুন
পরবর্তী নিবন্ধজাদেজাকে পেছনে ফেলে সাকিবের আরো কাছে তাইজুল