ভারত নিজেদের মানুষ মেরে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে

পাল্টা অভিযোগ শাহিদ আফ্রিদির

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করা মানতে পারছেন না শাহিদ আফ্রিদি। বরং এই হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত আছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এই ঘটনায় ভারতপাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এই সন্ত্রাসী হামলা এবং কোনো প্রমাণ ছাড়াই ভারতের এভাবে দোষারোপ করার ঘটনা নিয়ে সরব আফ্রিদি। পাকিস্তানের ওপর দোষ চাপানোর আগে ভারতকে প্রমাণ দিতে বলেছেন তিনি। হামলা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন আফ্রিদি। সঙ্গে ভারতের দিকেও সন্দেহের তীর ছুঁড়েছেন সাবেক এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

তিনি বলেন পেহেলগামে এক ঘণ্টা ধরে সন্ত্রাসীরা মানুষ হত্যা করল, আর আট লক্ষ ভারতীয় সৈন্যের মধ্যে একজনকেও সেখানে দেখা গেল না। কিন্তু সেখানে যাওয়ার পর তারা পাকিস্তানকে দোষারোপ করা শুরু করে দিল। ভারত নিজেই সন্ত্রাসবাদ চালায়, নিজের মানুষদের হত্যা করে। তারপর দায় পাকিস্তানের ওপর চাপায়। কোনো দেশ বা ধর্মই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সব সময় শান্তির পক্ষে। ইসলাম আমাদের কেবল শান্তির শিক্ষা দেয়। পাকিস্তান কখনোই এ ধরনের কাজকে সমর্থন করে না। আমরা সবসময়ই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি। গত শনিবার সামা টিভির একটি অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধানের এমন ভাবনা নিয়ে বিস্ময় প্রকাশ করেন আফ্রিদি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার হ্যান্ডবল খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দল ঘোষণা