বান্দরবান প্রতিনিধি : নানা আয়োজনে বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসের আলোচনা সভায় বান্দরবান জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামিউল হায়দার জানিয়েছেন জেলা লিগ্যাল এইড অফিস থেকে গত একবছরে সরকারি খরচে ৪০২ জন বিচারপ্রার্থীকে আইনি সহায়তা প্রদান এবং প্রি ও পোস্ট কেইসের মাধ্যমে ১২ লাখ ২৮ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে।
এদিকে এরআগে জজকোর্ট প্রাঙ্গনে দিবসের উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। পরে এক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জজ আদালত কনফারেন্সে রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বান্দরবান জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার, বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুন পাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন, বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম, রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) মো. আলমগীর চৌধুরী প্রমুখ।
সভায় জেলা ও দায়রা জজ বলেন, সরকারি আইন সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে জেলা জজ আদালত ভবনের নিচতলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। নতুন এবং চলমান মামলার জন্য ১৬৮ জনের পক্ষে প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আইনগত সহায়তা প্রচারের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা ২টি, সেমিনার ১টি, উঠান বৈঠক ১টি, প্রাতিষ্ঠানিক গণশুনানি ২টি, সচেতনতামূলক সভা ৩টি, প্রচারণামূলক সভা ৩টি, প্রশিক্ষণ ২টি এবং বান্দরবান সরকারি মহিলা কলেজে শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
বাঁশখালী প্রতিনিধি : ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এ প্রতিপাদ্য সামনে রেখে বাঁশখালীতে গতকাল সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আদালত চত্বরে এক র্যালি ও আলোচনা সভা আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আদালত চত্বর থেকে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করে।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ। সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, অ্যাড. মুজিবুল হক চৌধুরী, অ্যাড. নুরুল আবছার, অ্যাড. আতাউল্লাহ, অ্যাড. আবদুল খালেক, অ্যাড. মনিরুল ইসলাম চৌধুরী বাবুল, জুবেদ মাহমুদ চৌধুরী, অ্যাড. আবু নাছের, অসিমা দেবী, তকসিমুল গণি ইমন, অনুপম কুমার অভি, মুহাম্মদ মিজান বিন তাহের,আবু বক্কর বাবুল, শিব্বির আহমদ রানা, রিয়াদুল ইসলাম, তাফহিমুল ইসলাম প্রমুখ। সভাপতি বলেন, ‘অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয়। এ জন্যই সরকার বিনা মূল্যে লিগ্যাল এইডের মতো পরিষেবা চালু করেছে, যা আজ সফলতার চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে।’ তিনি আরো উল্লেখ করেন, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আইনি সেবা গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। আইনজীবীরা যদি মানবতার হাত বাড়ান তাহলে এ দিবসটি পালনের সার্থকতা আসবে।
রাঙ্গুনিয়া প্রতিনিধি : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র্যালি ও আইন সহায়তা তাৎপর্য শীর্ষক আলোচনা সভা গতকাল সোমবার উপজেলা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। আদালত প্রাঙ্গন থেকে র্যালিটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের ইছাখালি‘র বিভিন্ন স্থান প্রদক্ষিন করে । পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সভাপতি ফারহান সামিন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার। সেরেস্তাদার মুহাম্মদ আবদুল ওয়াদুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক মেডিকেল অফিসার ডা. অদিতি দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ, মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, নুরুল আবছার চৌধুরী, অ্যাডভোকেট ইমাম হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস মানিক, অ্যাডভোকেট এছানুল হক এহসান, অ্যাডভোকেট আবু বক্কর চৌধুরী, অ্যাডভোকেট নির্মল কুমার দাশ প্রমুখ।
খাগড়াছড়ি প্রতিনিধি : ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসের উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত সামনে থেকে এক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ খাগড়াছড়ির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক আজিজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নোমান মইন উদ্দীন, জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী সমিতির সদস্যসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে র্যালি ও পথসভা চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া। উদ্বোধক ছিলেন মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মহিউদ্দিন স্বপন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাফর হায়দার। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সেকান্দর, আবুল হাশেম, মো. নাসির উদ্দিন জসিম প্রমুখ। পথসভায় নেতৃবৃন্দ বলেন, শারীরিকভাবে অক্ষম, নারী ও শিশু এবং প্রবীন ব্যক্তিগণকে মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন সর্বাত্মক আইনি সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।