চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে : মেয়র

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা চসিকের অন্যতম অঙ্গীকার। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি গতকাল সোমবার টাইগারপাসস্থ কার্যালয়ে চসিক কায়সার নিলুফার কলেজের গভর্নিং বডির সভা এবং পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, চসিক পরিচালিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে, সে জন্য তাদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা দিতে হবে। এজন্য প্রয়োজন হলে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষাসামগ্রী সরবরাহ এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নেও অধিক গুরুত্ব প্রদান করা হবে।তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষা ব্যবস্থাপনার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে হবে।এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদেরও সমানভাবে দায়িত্ব নিতে হবে।সভায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয় এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন, চাল ও নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধব্যবসায় প্রশাসন বিভাগে ‘স্ট্রাটেজিস ফর আনলকিং ক্যারিয়ার পটেনশিয়াল’ কর্মশালা