স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের দুদিনব্যাপী মিলনমেলা গত ২৬ এপ্রিল বান্দরবানে সম্পন্ন হয়। স্বরলিপির পরিচালক সামশুল হায়দার তুষারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলা কেন্দ্রীয় নাগরিক কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক মাহবুবুর রহমান সাগরের উপস্থাপনায় অতিথি ছিলেন স্বরলিপির উপদেষ্টা মো. জসিম উদ্দীন চৌধুরী, আবু তাহের চৌধুরী ও কামাল উদ্দিন ও সাংবাদিক নজরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী (আছু), ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, রকিবুল হাসান সোহেল, এ আর বাবলু, ইলিয়াছ ইলু, জসিম উদ্দীন চৌধুরী, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল আলম, শিল্পী ইকবাল হোসেন, সরোয়ার আলম চৌধুরী, মোজাহের, মীম চৌধুরী, মাহমুদা জামাল নিশি, রায়হানুল ইসলাম, সহিদুর হক চৌধুরী, জাহিদ তানসির, চৌধুরী মুহাম্মদ ইকরাম হোসেন, ফারুক হোসেন, গোলাম সরোয়ার খোকন, আশরাফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, শুদ্ধ সঙ্গীত চর্চা মানুষের জীবনকে বিকশিত করে। অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।