সিওসি ৮৬ ’ র সভা ও ঈদ পুনর্মিলনী

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস্‌ ৮৬ র (সিওসি‘৮৬) ১৬৯তম মাসিক সভা চট্টগ্রাম প্রেসক্লাব বিল্ডিংএর ক্লাব কলেজিয়েট,চিটাগং অডিটরিয়ামে গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। সিওসি’৮৬ র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিঙাসহ পাবলিক যানবাহনের দুরাবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সিওসি ৮৬ আহবায়ক মঞ্জুর মোরশেদ ফিরোজ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া সংগঠনের গৃহীত বিভিন্ন দাতব্য প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এতে সৈয়দ মোহাম্মদ রিদোয়ানকে সদস্য সচিব হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

আশফাকুর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রায়হান আলবেরুনী, প্রকৌশলী সিদ্বার্থ সরকার, ডা. হাসান মুরাদ চৌধুরী, পুলক দত্ত, মোহাম্মদ আযম, ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডা. সাগর চৌধুরী, ডা. গৌতম চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, মাহফুজ আমিন, ডা. আশরাফুল করিম, ডা. অসীম, মোহাম্মদ বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম, ডা. ঈসা চৌধুরী, ইমরানউল্লাহ, কিরণ আজাদ, শাহ মোহাম্মদ ইমরান, সাইফুল ইসলাম লেনিন, জয়ন্ত চৌধুরী, মাহমুূুদুর রহমান, সোহেল জাহান, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আজমল আহমেদ, শহীদ খান, মামুন, আনোরুল আজিম মামুন, ডাক্তার ঈসা চৌধুরী, নজরুল ইসলাম, শেখ মোহাম্মদ খালেদ, মোহাম্মদ সেলিম, াইফুল ইসলাম, ডা. তোহা, ডা. তারেক শাহেদ সুমন, মাহমুদুর রহমান, কিংশুক দাশ চৌধুরী, মাহাবুবুর রহমান পাটোয়ারী বাহার, আহসানুজ্জামান শিবলী, ডা. শাহেদূর রহমান চৌধুরী, রাজিব বসাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীকে দুদিন ধরে যৌন নিপীড়ন, ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের মিলনমেলা