ক্ষমা চর্চা

সাহাদাত হোসাইন সাহেদ | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। কখনো ভুল হয়ে গেলে ক্ষমা চাওয়া ও কেউ ভুল করলে তাকে ক্ষমা করা দুটোই চমৎকার কর্মের প্রতিফলন। সমাজে ইনসাফের সুফল পেতে সবাই চায়। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে যেন আত্মপক্ষে ঝুঁকে পড়ে বিচারকে প্রভাবিত না করে। তেমনি অন্যের প্রতি বিদ্বেষ আক্রোশ যেন চালিত না হয়। তাই সর্বাগ্রে প্রয়োজন ন্যায় বিচার। প্রতি মুহূর্তে নিজকে দাঁড় করাতে হবে বিবেকের আদালতে। ব্যক্তি, পরিবার সমাজ ও রাষ্ট্র সর্বত্র সুবিচার ও আত্মবুদ্ধি বোধ কি আমাদের সমাজে দেখা দেবে না? বর্তমান আমরা কঠিন সময়কাল অতিক্রম করছি, সঠিক বিচারের মুখোমুখি করে কষ্টের ধন্যতায় ঝুলে আছি। রাষ্ট্র সমাজ এলাকার বিবর্ণ মাত্রার রোগটি অতল জলোচ্ছ্বাসে তলিয়ে যাচ্ছে। রাষ্ট্রের জনতার দিকটি বিবেচনায় এনে আমাদের হতে হবে সত্য পথের অনুসারী। আমরাতো মানুষ,আর মানুষ মাত্রই ভুলের অংশী। যদি আমরা নবীদের জীবনের দিকে থাকায়, ভুলকে ক্ষমা করে দিয়ে সে কথাটুকু শ্রবণে ও মননে সংরক্ষিত রাখতে পারি। জীবনের জন্য বাঁচুন, আজকের জন্য হাসুন। নিজে ভুল বা অপরাধ করে ফেললে স্বীকার করুন। ক্ষমা চেয়ে নিন।

পূর্ববর্তী নিবন্ধতুমি
পরবর্তী নিবন্ধভয়াল ২৯ শে এপ্রিল