তুমি

মোহাম্মদ তাজুল ইসলাম | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

মুখে বলা যতো সহজ

করাটা যে কঠিন

ভেবে চিন্তে করলে কাজ

হবে না মলিন।

 

কথায় যাহা বলো তুমি

করে যাও কাজ

সময় তোমার দেবে বলে

নয় তুমি ঠকবাজ।

 

গাছে কাঁঠাল দেখে তুমি

গোঁফে দিলে তেল

পেট তোমার থাকবে খালি

বাড়বে না আক্কেল।

পূর্ববর্তী নিবন্ধযত্রতত্র কিন্ডারগার্টেন স্কুল, শিক্ষা নাকি ব্যবসা?
পরবর্তী নিবন্ধক্ষমা চর্চা