রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে অস্ত্রসহ বিদ্যুৎ চাকমা নামে এক সন্ত্রাসীকে আটকের তথ্য দিয়েছে যৌথবাহিনী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যৌথবাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক বিদ্যুৎ চাকমা ওরফে সুরেশ রাঙামাটির নানিয়ারচর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের হরিদাশ চাকমার ছেলে। আটকের সময় তার কাছে থেকে একটি এলজি অস্ত্র, দুইটি রাউন্ড অ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, একটি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪৮০ টাকা এবং দুইটি হিসাবের খাতা জব্দ করা হয়।
সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা জানান, আমাদের কাছে তথ্য ছিল সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে ওই এলাকায় ব্যবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছে। গোয়েন্দা সূত্রে জানতে পারি শুকনাছড়া এলাকায় ৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে; এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হই। পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।