শ্রমিকের ঘামে গড়ে উঠে সমাজের পরিচয়

জোহরা রোজি | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ইটপাথরের এই সভ্যতা শ্রমিকের ঘাম ও নিঃশব্দ ত্যাগে গড়ে উঠেছে। যারা শহর গড়ে, রাস্তা বানায়, খাদ্য উৎপাদন করে তাদেরই জীবন কাটে অবহেলা ও বঞ্চনায়। মে দিবস কেবল একটি তারিখ নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকারের প্রতীক। ১৮৮৬ সালের ১ মে, শিকাগোর হে মার্কেটে ‘৮ ঘণ্টা কাজ এর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। প্রাণ হারায় ছয়জন, আহত হয় অনেকেই। সেই আত্মদানের স্মরণেই প্রতিবছর পালিত হয় মে দিবস। আজকের কর্পোরেট বিশ্বে শ্রমিক যেন নিছক একটি উৎপাদনযন্ত্র। বাংলাদেশেও চিত্র ভিন্ন নয় এ দেশে এখনও গার্মেন্টস শ্রমিক পায় না ন্যায্য মজুরি, কৃষক ফসল ফলায় কিন্তু পায় না তার সঠিক দাম, প্রবাসীরা অর্থনীতির চালিকা শক্তি হয়েও থাকে অবহেলিত। শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বেও রয়েছে সুবিধাবাদীরা। মে দিবস আমাদের স্মরণ করায় উন্নয়নের সুফল সবার জন্য নিশ্চিত করতে হবে। কেউ বাঁচে ৮ হাজার টাকায়, কেউ চড়ে কোটি টাকার গাড়িতে। এ বৈষম্য কোনো সভ্য সমাজে মানায় না। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে শ্রমিকের ঘাম পাবে সম্মান। মে দিবসে হোক আমাদের অঙ্গীকার, গড়ব এক ন্যায়ভিত্তিক, মানবিক ও শোষণমুক্ত সমাজ।

পূর্ববর্তী নিবন্ধঅগণিত লেখক পাঠকের ভালোবাসায় সিক্ত শৈলী
পরবর্তী নিবন্ধগ্রামীণ মৃৎশিল্পের সন্ধানে