পাঁচ শিশুর মধ্যে তিনজন মারা গেল

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত বৃহস্পতিবার জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন গতকাল মারা গেছে। বিষয়টি গতকাল রাতে দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন শিশুদের পিতা আশরাফুল আলম। বাকি দুই শিশু মোটামুটি ভালো আছে বলে তিনি জানান। স্ত্রীর পাঁচ শিশু জন্মদানের খবর শুনে আরব আমিরাতের দুবাই থেকে ছুটে আসেন তিনি।

উল্লেখ্য, ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের মজলিস বাড়ির বাসিন্দা নাহিদা আকতার রিক্তা চমেক হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে স্বাভাবিক প্রক্রিয়ায় পাঁচটি শিশু প্রসব করেন। এদের মধ্যে দুইজন ছেলে ও তিনজন মেয়ে। তবে শিশুগুলো স্বাভাবিকের চেয়ে অনেক কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। শুধুমাত্র একজন শিশুর ওজন হয়েছে এক কেজি ৫০ গ্রাম, বাকি সবাই এক কেজির নিচে।

পূর্ববর্তী নিবন্ধজায়গায় জায়গায় টাঙানো হয়েছে লাল পতাকা
পরবর্তী নিবন্ধবিশ্ব অটিজম দিবস ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী