জনগণকে আবারও বিভক্ত করার চেষ্টা চলছে : হেলালী

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের জনগণকে আবারও বিভক্ত করার অপচেষ্টা চলছে, যা জাতির জন্য ভয়াবহ হুমকি। তিনি বলেন, জুলাই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছিল এবং ফ্যাসিবাদী শক্তিকে বাধ্য করেছিল পিছু হটতে। এখন দেশের স্বার্থে সবাইকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

গতকাল বিকেলে নগরের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী এলাকায় আয়োজিত গণসংযোগ ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ শেখ যুবায়ের আহমদ, মোহাম্মদ সোলায়মান, শহীদুল্লাহ ইসলাম ও নাসির উদ্দিন। বক্তারা বলেন, নতুন বাংলাদেশে আমরা বিভেদ নয়, ঐক্যের স্বপ্ন দেখি, যেখানে শ্রমিক, মালিক ও সাধারণ মানুষ একত্র হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধগ্রামীণ কল্যাণ চট্টগ্রাম অঞ্চলের ফ্রি চিকিৎসা ক্যাম্প