হালদায় অভিযানে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

হালদা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান পরিচালনা করেন। অভিযান কালে নদীর মোহনা থেকে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল আলীম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে মাছের নিরাপদ বিচরণ, জীব বৈচিত্র্য রক্ষার জন্য অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে পুলিশ-রিকশাচালক সংঘর্ষের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার