মিট বাংলাদেশ এক্সপোজিশনে উত্তরা অটোমোবাইলস

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের অঙ্গপ্রতিষ্ঠান উত্তরা অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স লিমিটেড, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ঢাকায় অনুষ্ঠিত মিট বাংলাদেশ এঙপোজিশনে অংশগ্রহণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

গত ২৪ এপ্রিল উত্তরার প্যাভিলিয়নটি যৌথভাবে উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়াারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। প্রদর্শনীতে উত্তরা অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স লিমিটেড দেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এসএমএল ইসুজু কেবিন প্রদর্শন করে। এই উদ্যোগটি দেশের অটোমোটিভ উৎপাদন খাতে অগ্রগতি সাধন এবং শিল্পোন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিকে তুলে ধরে। বাংলাদেশের অটোমোটিভ খাতের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে উত্তরা অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স লিমিটেড স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করার জাতীয় উদ্যোগগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ধর্মের মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়তে চায় জামায়াতে ইসলামী
পরবর্তী নিবন্ধসিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে আজ