নগরীর লাভ লেইনস্থ সাংবাদিক ইউনিয়ন হলে গতকাল শনিবার চটগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের ‘মহান মে দিবস’ পালন উপলক্ষে ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদ ও শাখা কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে এক প্রস্তুতি সভা ইউনিয়নের সভাপতি হাজী মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি চট্টগ্রামের কার্যকরী সভাপতি মো. রবিউল মাওলা। তিনি বলেন, মহান মে দিবস বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। শ্রমিক বান্ধব সরকার ও প্রশাসন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সড়ক পরিবহন আইন পরিবর্তন করে পরিবহন শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক আইন প্রণয়ন করতে হবে। বিশেষ অতিথি বক্তব্যে ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ বলেন, বিগত সরকার শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন করেছে। এই আইন বাতিল করে শ্রমিক বান্ধব আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি অটো ডাবল জরিমানার সিস্টেম বাতিলসহ মহানগরী এলাকায় আমাদের ইউনিয়ন থেকে সিএনজি অটোরিকশার জন্য ১৫১ টি পার্কিং স্পট নির্ধারণের যে তালিকা প্রশাসনকে দেওয়া হয়েছিলো, সে তালিকা অনুযায়ী দ্রুত পার্কিং নির্ধারণ করতে হবে। তা না করা পর্যন্ত নো–পার্কিং, রং–পার্কিং মামলা না দেওয়া এবং চট্টগ্রাম মহানগরীর জন্য সরকার ঘোষিত ৪০০০ সিএনজি অটোরিকশার দ্রুত নিবন্ধন দেওয়ারও দাবি জানান। তিনি আগামী ১ মে ‘মহান মে দিবস’ নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে সকাল ৯ টার সময় অনুষ্ঠিত হবে। তিনি সকল সদস্যদের দিবসটি সফল করার আহ্বান জানান। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মো. বিপ্লব, মো. সোলায়মান, মো. ওমর ফারুক, মো. জসিম উদ্দিন, মো. হাসান মোল্লা, মো. কামাল হোসেন ভান্ডারী, মো. লোকমান, মো. বাবুল, মো. রহমত উল্লাহ, মো. নয়ন ও মো. আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।