কোয়াইশ স্পায়ার,আকুবদন্ডী,শোভনীয়া ও দ. হালিশহর ফুটবল একাডেমির জয়

মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক  | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

একদিন বিরতির পর চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএমেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব১৩) ফুটবল টুর্নামেন্ট আবার শুরু হয়েছে। গতকাল শনিবার টুর্নামেন্টের মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের এই খেলায় কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি, আকুবদন্ডী ফুটবল একাডেমি,মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি এবং দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি জয়লাভ করেছে। গ্রুপ ‘সি’তে সকাল ৯টায় অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি ৫০ গোলে সাতকানিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হাসান মুরাদ এবং মোহাম্মদ আবির প্রত্যেকে ২টি করে গোল দেয়। এছাড়া অনুপ বৈদ্য হিমেশ ১টি গোল করে। পরপর দুই জয়ে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোহাম্মদ আবির। তার হাতে পুরস্কার তুলে দেন কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমির কর্ণধার মো. খোরশেদ। সকাল ১০টায় দিনের দ্বিতীয় খেলায় আকুবদন্ডী ফুটবল একাডেমি ২০ গোলে বাঁশখালী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা মো. মাহিম ১টি এবং মো. ফয়সাল উদ্দিন আব্বাস ১টি। পরপর দুই জয়ে আকুবদন্ডী ফুটবল একাডেমিও গ্রুপ ‘সি’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বিকাল ৩টায় অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি ২১ গোলে একরাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ জয়ে গ্রুপ ‘ডি’ থেকে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি পক্ষে রিফাত হোসেন রিজভী এবং মো. আরাফাত ১টি করে গোল দেয়। একরাম ফুটবল একাডেমির পক্ষে আবির রহমান লিওন ১টি গোল করতে সমর্থ হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ রিফাত হোসেন রিজভীর হাতে পুরস্কার তুলে দেন সাংবাদিক বিপ্লব পার্থ। ‘ডি’ গ্রুপে দিনের চতুর্থ খেলায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ১০ গোলে ডায়নামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী ধলের পক্ষে গোলদাতা সাজ্জাদ আলী। ম্যান অফ দ্যা ম্যাচ মো. হাসানের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ডা. সৈয়দ সাইফুল ইসলাম। গত ২৪ এপ্রিলের দুটি স্থগিত খেলা সহ আজ টুর্নামেন্টের মোট ৬টি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি বনাম চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি(সকাল৯টা),মোহরা ফুটবল একাডেমি বনাম নেমা ফুটবল একাডেমি(সকাল১০টা),রামপুর ফুটবল একাডেমি বনাম আবদুস সোবহান ফুটবল দল(সকাল১১টা)। এ খেলাটির বাদবাকী অংশ অনুষ্ঠিত হবে। পটিয়া ফুটবল একাডেমি বনাম ফরিদ ফুটবল একাডেমি(দুপুর১২টা),এ প্লাস ফুটবল একাডেমি বনাম বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি(বিকাল৩টা),শিকলবাহা ফুটবল একাডেমি বনাম চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি(বিকাল৪টা)

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আবাহনী-মোহামেডান গোলশূন্য ড্র