চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ‘ক’ জোনের সেমিফাইনালে উঠেছে কক্সবাজার জেলা দল। গতকাল শনিবার রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কক্সবাজার ১–০ গোলে বান্দরবানকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার ১২ মিনিটে একমাত্র গোলটি করেন হেলাল। ম্যাচ সেরা হন বিজয়ী দলের ইফতেখার মাহমুদ। তার হাতে প্লেয়ার অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। আগামীকাল ২৮ এপ্রিল বিকেল ৩.৩০টায় ‘ক’ জোনের সেমিফাইনাল খেলায় অংশ নেবে চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা দল। রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।