পটিয়ায় আমজু মিয়া চৌধুরীর ১১৬তম বলী খেলা আজ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

পটিয়ার ঐতিহ্যবাহী আমজু মিয়া চৌধুরীর ১১৬ তম বলী খেলা ও বৈশাখী মেলা আজ রোববার ২৭ এপ্রিল উপজেলার বাস ষ্টেশনস্থ পাইকপাড়া আমজু মিয়া চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। বলী খেলায় প্রতিবছরের ন্যায় এবার কক্সবাজার, উখিয়া, টেকনাফ, কুমিল্লা, হাটহাজারী, চকরিয়া ও বাঁশখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলীরা অংশগ্রহণ করবেন বলে জানা যায়। বলী খেলা ও বৈশাখী উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমজু মিয়া পরিবারের সদস্য, বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম সওদাগর এবং পরিচালনায় থাকবেন আমজু মিয়া চৌধুরী বলি খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব শাহজাহান চৌধুরী। দিনব্যাপী বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা হস্তশিল্প সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছে বসেছে।

পূর্ববর্তী নিবন্ধইরানের বন্দরে বড় বিস্ফোরণ নিহত ৪, আহত কয়েকশ
পরবর্তী নিবন্ধবিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে কক্সবাজার সেমিফাইনালে