বোধনের ‘জাগো সুন্দর’

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৫২ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণ কোর্সের প্রতি আবর্তনে ‘জাগো সুন্দর’ শীর্ষক একটি প্রায়োগিক আনুষ্ঠানিক মঞ্চের আয়োজন করে। যেখানে অনুষ্ঠান আয়োজনের সমস্ত পরিকল্পনা করেন আবর্তনের প্রশিক্ষণার্থীরা। এছাড়া প্রত্যেক প্রশিক্ষণার্থীদের একক পরিবেশনার সামগ্রিক বিষয়ে থাকে উপস্থিত মূল্যায়নকারীদের বিশ্লেষণমূলক অভিব্যক্তি। যেখানে মঞ্চ একজন নবীন প্রশিক্ষণার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা শুধু সৃজনশীল মঞ্চ নয় প্রশিক্ষণার্থীদের নিজেদেরকে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপনে বিশেষ এক মাইলফলকের টনিক টিপস। এজন্য সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থায় প্রশিক্ষণার্থীদের ভাবনা সুযোগ থাকে। এবারের বর্ণিল ৬২ ও তপস্বী ৬৩ আবর্তনের প্রশিক্ষণার্থীদের আয়োজনে ‘জাগো সুন্দর’ এ এর ব্যতয় হয়নি। গতকাল নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারী হলে প্রায় ৩৪ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার।

উপস্থিত ছিলেন ইসমাইল চৌধুরী সোহেল, গৌতম চৌধুরী, মৃন্ময় বিশ্বাস, সাজ্জাদ হোসেন, শংকর প্রসাদ নাথ, জসিম উদ্দিন, মলিনা মজুমদার প্রমুখ। এছাড়া প্রশিক্ষণার্থীদের এ অনুষ্ঠানের গ্রুমিংয়ে ছিলেন আবৃত্তিশিল্পী পল্লব গুপ্ত ও সুচয়ন সেনগুপ্ত। নান্দনিক ও প্রায়োগিক এ মঞ্চে প্রশিক্ষণার্থীরা বেশ স্বতঃস্ফূর্ততায় এবং দৃঢ়তার সহিত নিজেদের একক পরিবেশনায় অংশ নেন। যেখানে ছিলো স্বদেশপ্রেম ভাবনা, ছিলো প্রকৃতি ও প্রেমের অবগাহনের আবহ সঞ্চার। এছাড়া কবিতার দ্রোহ ভাবে ছিলো ভিন্ন ভিন্ন অভিব্যক্তির আবেগ ও অনুভতি প্রকাশ। পুরো আয়োজনের প্রশিক্ষণার্থীদের পরিবেশনার মূল্যায়নে ছিলেন আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল ও সাজেদুল আনোয়ার। এবারের একক আবৃত্তি পরিবেশনে ছিলেন ঐন্দ্রিলা মুহুরী, টুম্পা বিশ্বাস, সুস্মিতা সাহা, প্রীতম দাশ, সৃজা মুহুরী, বিদ্যা বড়ুয়া, বীথি মুৎসুদ্দি, রাত্রি দে, উদ্দীপ্তা বিশ্বাস, তাহসিনা বেগম অর্থি, আতাউল হক নীরব, মৌসুমী ভদ্র, জয়শ্রী রাণী দাশ, উন্মে সুমাইয়া ইসলাম খুকি, রিচি বড়ুয়া, সুব্রত দাশ, কান্তা চৌধুরী, জবা দত্ত, সারগাম বড়ুয়া, অংকিতা চৌধুরী, প্রিয়া দাশ,অনুষা রায়, মিমি বড়ুয়া, সামিরা আহমেদ, অন্বেষা দাশ, অর্পিতা বড়ুয়া, কাজী মোহাম্মদ সাঈদ, মিথুন দাশ, রাজশ্রী সরকার, অসীম বিকাশ বড়ুয়া, তিথি মল্লিক, জয়ন্তী দাশ, অর্পিতা নাথ, মো. কায়েস প্রমুখ। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী সুহিতা দে ও সৃষ্টি ভৌমিক। প্রেস বিজ্ঞপ্তির

পূর্ববর্তী নিবন্ধশ. ম. বখতিয়ার : সমাজমনস্ক জীবনবাদী এক কবিকণ্ঠ
পরবর্তী নিবন্ধবিদেশিদের ফেসবুক পোস্ট সরিয়ে ফেলার নির্দেশ সিঙ্গাপুরের