সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নবদম্পতির মৃত্যু

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৩৪ পূর্বাহ্ণ

ঢাকার উত্তরা কোটবাড়ি এলাকায় রেল লাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এঙপ্রেসে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন। খবর বিডিনিউজের।

নিহত মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনায়; বাবা রমজান আলী। মাসুমের স্ত্রী ইতি খাতুন ময়মনসিংহের আব্দুস ছাত্তারের মেয়ে। নিহতদের স্বজনদের বরাতে ওসি বলেন, মাসুম মিয়া (২১) ও ইতি খাতুনের (১৯) বিয়ে হয় গত ১৭ এপ্রিল।

তারা গার্মেন্টে চাকরি করতে টঙ্গীআব্দুল্লাহপুর এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন। উত্তরা ৮ নম্বর রেল গেইট ও কোটবাড়ির মাঝামাঝি এলাকা দিয়ে যাওয়ার সময় রেল লাইনে সেলফি তোলার সময়ে অসাবধানতার কারণে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের ফের গোলাগুলি
পরবর্তী নিবন্ধইপিজেডে ১৪ কোটি ৬০ লাখ টাকায় রেলবিট সড়কের সংস্কার ও উন্নয়ন করছে চসিক