জম্মু–কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে কাশ্মীর ও লাদাখ সীমান্তে এই গোলাগুলি ঘটে। এর আগের রাতেও দুই পক্ষের মধ্যে একই ধরনের ঘটনা ঘটে।
ভারতের সেনা কর্মকর্তারা বলছেন, শুক্রবার রাতে সীমান্তের ওপারের একাধিক সেনা চৌকি থেকে গুলি ছোড়া হয়। তার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনারা। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ২০২৫ সালের ২৫–২৬ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে একাধিক পাকিস্তান সেনা চৌকি থেকে বিনা উসকানিতে ছোট আকারে গুলি চালানো হয়। ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে উপযুক্ত জবাব দিয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও ডজনের বেশি আহতের ঘটনা ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র করেছে। এই ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তান–ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈয়বার একটি শাখা। টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে বলে ধারণা করা হয়। লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা এবং ভারতের মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার হোতা হাফিজ মহম্মদ সাঈদ সেই সময় যে সব ‘ছায়া সংগঠন’ গড়ে তুলেছিলেন, সেই সূত্রেই গড়ে উঠেছিল ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) –এর মতো জঙ্গিগোষ্ঠীগুলো।
মধ্যস্থতার প্রস্তাব : এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও সৌদি আরব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার প্রস্তাবে দক্ষিণ এশিয়ার দেশ দুটির সঙ্গে তেহরানের কয়েক শতাব্দী পুরনো ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ কথা মনে করিয়ে দিয়েছেন, সঙ্গে ত্রয়োদশ শতাব্দীর একটি ফার্সি কবিতারও কয়েকটি চরণও উদ্ধৃত করেছেন।
গত শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এঙে দেওয়া পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারত ও পাকিস্তান উভয় দেশকেই ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’ বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী, যাদের সঙ্গে সম্পর্ক শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধনে গাঁথা। অন্যান্য প্রতিবেশীর মতো, তাদের প্রতিও আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকে। এই কঠিন সময়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত। এই মন্তব্যের সঙ্গেই তিনি জুড়ে দিয়েছেন ‘বনি আদম’ কবিতার কয়েকটি চরণ, যেখানে বলা হচ্ছে, ‘মানুষ এক অখণ্ড সত্তার অংশ, সৃষ্টিতে তাদের মূল এক ও অভিন্ন। যদি একজন ব্যথিত হয়, তবে অন্যরাও স্বস্তিতে থাকতে পারে না।’ ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত এই ফার্সি কবিতার লেখক ইরানি কবি সাদি শিরাজি।
কেবল ইরানই নয়, মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হতে প্রস্তাব দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এরই মধ্যে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনও করেছেন, জানিয়েছে রিয়াদ। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও এর সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে।
নিজেরাই সামলে নেবে : এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর সম্পর্কের সমাধান তারা নিজেরাই বের করবে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় রোম যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প ভারত–পাকিস্তান উত্তেজনা নিয়ে মন্তব্য করেন। তিনি সীমান্ত নিয়ে দেশদুটির মধ্যে থাকা দীর্ঘদিনের বিরোধের কথা উল্লেখ করেন এবং বলেন, উভয় দেশের নেতাদেরকেই তিনি ভালো করে চেনেন। তিনি বলেন, একটা না একটা উপায় তারা বের করে নেবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে, এটা সবসময়ই ছিল। দুই দেশের নেতাদের সঙ্গে এ নিয়ে তার কথা হয়েছে কিনা, এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।