নগরীর ধনিয়ালাপাড়ায় গতকাল শুক্রবার বন্ধু মহল কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বন্ধু মহলের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, ফারুক আজম, মো. মহসিন, শামসুল হুদা, ডা. নাসিম উদ্দিন, মো. মহসিন, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, মুক্তার হোসেন, নুরুদ্দিন সোহেল, আলী সর্দার, মামুনুর রশীদ, নেজামত আলী ও সিরাজুল ইসলাম। এ সময় মেয়র বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার শ্রেষ্ঠ কাজ। বন্ধু মহলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নগরবাসীর চিকিৎসা সেবা সহজলভ্য করতে নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। চিকিৎসা সেবা একটি মৌলিক অধিকার। চসিক নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। তবে এসব কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সমাজের সচেতন নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।