বোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ১২ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় সাপটি দেখতে পান পথচারীরা। স্থানীয়রা বলেন, অজগরটি হঠাৎ সড়কের মাঝে পথচারীদের সামনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে। এমন সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশ’এর সদস্য আমীর হোসাইন শাওন।

তিনি জানান, অজগরটি সম্ভবত খালের পানির স্রোতে ভেসে এসে খাল পাড় ঘেঁষে সড়কে উঠে আসে। তখনই জনতার নজরে পড়ে। অজগরটি উদ্ধার করা হয়েছে। শাওন আরও বলেন, ১২ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১৭.৫ কেজি। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, একই রাতে উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগরের বাড়ির উঠোনে একটি ৪.৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ দেখা যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে সেটিও উদ্ধার করে। শাওন আরো বলেন, পাহাড়ের গাছপালাসহ বনজঙ্গল উজার করার কারণে বন্যপ্রাণীসহ সাপের খাদ্য সংকট দেখা দেয়। এতে করে অজগর সহ বিভিন্ন প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে খুনি ও চাঁদাবাজদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে চ্যালেঞ্জ ও প্রতিকার বিষয়ক কর্মশালা