বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্য নিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও উল্টো হার দিয়ে সিরিজ শুরু করতে হয় স্বাগতিক বাংলাদেশ দলকে। সিলেটে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে ৩ উইকেটে পরাজিত করে এগিয়ে গেল জিম্বাবুয়ে। ফলে এগিয়ে থেকে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে জিম্বাবুয়ে। তাদের আর সিরিজ হারানোর ভয় নাই। অপরদিকে প্রথম টেস্টে হেরে বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর লড়াই। এই ম্যাচটি জিততে না পারলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অপরদিকে ম্যাচটি ড্র করতে পারলেও সিরিজ জিতবে জিম্বাবুয়ে। তাই সবদিক থেকে এগিয়ে থেকেই আগামী ২৮ এপ্রিল চট্টগ্রাম টেস্টে মাঠে নামবে জিম্বাবুয়ে। গতকাল দুপুরে সিলেট থেকে একই ফ্লাইটে সরাসরি চট্টগ্রামে এসে পৌছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিমান বন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম হোটেল রেডিসন ব্লুতে নিয়ে আসা হয় দু’দলকে। গতকাল বিশ্রামে কাটিয়েছে দু’দল। আজ অনুশীলনে নামবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল। এরই মধ্যে চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষনা করা হয়েছে। প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হোক বিজয়। একইসাথে দলে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা এবং ব্যাটার জাকির হাসান। নাহিদ রানা সিলেট টেস্টে খেললেও জাকির হাসান খেলতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধফিক্সিং সন্দেহে সবার সামনে নাম প্রকাশ মানতে পারছেন না তামিম
পরবর্তী নিবন্ধবিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে চট্টগ্রাম