থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে গতকাল শুক্রবার সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণানুষ্ঠানের আয়োজন করে। এতে ‘গুরু–শিষ্য সংবাদ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। রুচিরা বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের সম্পাদক সমীর চক্রবর্তী। তথ্যচিত্র প্রদর্শনী শেষে শ্রদ্ধার্পন পর্বে বক্তব্য দেন, সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সহ সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, শিল্পী দোলন কানুনগো। শেষে উস্তাদজী রচিত বেশ কিছু খেয়াল, তারানা, ঠুমরী, রাগপ্রধান গান গেয়ে শোনান উস্তাদজীর কন্যা ফাল্গুনী বড়ুয়া অলি। তাকে সহযোগিতা করেন তবলায় রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া, শ্যামল বড়ুয়া তন্ময় এবং তানপুরায় রুচিরা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।