উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে শোহাদায়ে ওহুদ স্মরণে জিকিরে মোস্তফা (দ.) মাহফিল গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত করেন হযরত শাহসূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ) এবং জিকিরে মোস্তফা (দ.) পরিচালনা করেন শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরি। আরো উপস্থিত ছিলেন মৌলানা মুহাম্মদ রবিউল ইসলাম, শায়ের মুহাম্মদ তারেক রেজা, শায়ের মুহাম্মদ নাইম, হাফেজ শায়ের মুহাম্মদ আমিনুল ইসলাম কাদেরি, দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক এ.এন.এম মতুর্জা, শাহজাদা জাবির বিন জুনাইদ, তামজিদ ইবনে আমান এবং উক্ত দরবার শরীফের ভক্ত–আশেকানবৃন্দ। মাহফিলে বাদে এশা থেকে খ্যাতনামা শায়েরে আহলে সুন্নাহ দ্বারা পরিচালিত হয় জিকিরে মোস্তফা (দ.)। মাহফিলে বক্তারা বলেন, উহুদ যুদ্ধ পরাজয়ের ইতিহাস নয় বরং এটা মুসলমানদের জন্য এক মহামূল্যবান শিক্ষা। মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন এবং ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। আগামী ২৬ শে মে পরবর্তী মাহফিল অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।