ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা

আজ অন্ত্যেষ্টিক্রিয়া

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় গতকাল শুক্রবার রোমান ক্যাথলিক ধর্মগুরুর মরদেহে শ্রদ্ধা জানান তিনি।

বাসস জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শ্রদ্ধা জানাতে পোপ ফ্রান্সিসের মরদেহ সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়েছে। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে সেইন্ট পিটার্স স্কয়ারে। এদিন সকাল সাড়ে ৯টায় ওই অনুষ্ঠানে যাবেন প্রধান উপদেষ্টা। প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করতেন।

প্রয়াত পোপকে শ্রদ্ধা জানাতে গতকাল স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রওনা হয়ে দুপুরে ভ্যাটিকানে পৌঁছান প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, তার পরম শ্রদ্ধেয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান। পরে সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারপ্রধান।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার উন্মুক্ত অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোসহ বিশ্ব নেতারা।

পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে সোমবার চিরবিদায় নেন। ২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইলিয়াস কাঞ্চন-শওকত মাহমুদের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ৭৮৬